রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:১৪ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক আব্দুল গণি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে পুরাতন উপজেলা পরিষদ কার্যালয়ের গেটের সামন হতে গণিকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। গণি উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের আশরাফ আলীর ছেলে।
জানা গেছে, ওই গৃহবধূ গত শুক্রবার ধান ক্ষেতের আইল দিয়ে স্থানীয় রাস্তার মোড়ের মুদি দোকানে পান কিনতে যাচ্ছিল। এ সময় ওই আইলের ধারের ধান ক্ষেতে আ’লীগ নেতা গণি কাজ করছিল। এক পর্যায় গনি ওই প্রতিবন্ধি গৃহবধূকে জোর পূর্বক পাশ্ববর্তী ভূট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ওই প্রতিবন্ধি গৃহবধূর বড় সতিন আপত্তিকর অবস্থায় তাদেরকে দেখে ফেলে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে গতকাল শনিবার গৃহবধূর স্বামী থানায় মামলা দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।