সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:১৭ অপরাহ্ন

সুন্দরগঞ্জে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ ধীরগতি ভেঙে যাচ্ছে সড়ক ও বাউন্ডারী জনগনের দুর্ভোগ

সুন্দরগঞ্জে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ ধীরগতি ভেঙে যাচ্ছে সড়ক ও বাউন্ডারী জনগনের দুর্ভোগ

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সিডিউলের সময়সীমার এক বছর পরও সুন্দরগঞ্জ পৌরসভার ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় পৌরবাসিকে চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে। ড্রেন নির্মাণ ধীরগতির কারনে ড্রেনের গর্তে ভেঙে পড়ছে পাকা সড়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের বাউন্ডারী ওয়াল। পৌর কর্তপক্ষের দাবি ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট নির্মাণ কাজ শেষ করার জন্য বহুবার আবেদন করা হয়েছে। পৌরসভার সহকারি প্রকৌশলী মেহেদুল ইসলাম জানান, গাইবান্ধার মের্সাস মতলুবুর রহমান ঠিকাদারী প্রতিষ্ঠান সুন্দরগঞ্জ পৌরসভার বাহিরগোলা মোড় হতে ডাক বাংলো মোড় এবং বীরমুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হতে বাজারের শেষ প্রান্ত পর্যন্ত ১ হাজার ৩৪৫ মিটার ড্রেন এবং ৬২০ মিটার রাস্তা নির্মাণ করছে। ২০২০ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল। বর্ধিত সময়সীমা ২০২১ সালের জুন মাস পর্যন্ত। প্যাকেজটির বিপরীতে নির্মাণ ব্যয় প্রায় ৩ কোটি ৩৭ লাখ টাকা। এখনও নির্মাণ কাজের সিংহভাগ বাকী রয়েছে। সরেজমিন দেখা গেছে ড্রেনের গর্ত করা হলেও ঢালাইয়ের কাজ না করায় থানার বাউন্ডরী ওয়ালের প্রায় দেড়শত ফুট ভেঙে পড়েছে। পাশাপাশি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল এবং থানার বাউন্ডারী ওয়াল হুমকির মুখে পড়েছে। অবিরাম বর্ষনের তোড়ে গর্তে ধসে যাচ্ছে পাকা সড়ক। পৌরবাসি লেচু মিয়া জানান, ধীরগতিতে ড্রেন নির্মাণের কারণে বাউন্ডরী ওয়াল এবং পাঁকা সড়ক ভেঙে যাচ্ছে। এতে করে ঝুকি নিয়ে যানবাহন চলাচল করছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি সাঈদ হাসান লোটন জানান, আগামী ১০ দিনের মধ্যে ড্রেন নির্মাণের কাজ শেষ হবে। এখন ২৫ জন করে লেবার কাজ করছে। সাবেক মেয়রের উদাসীনতা এবং সরকারি হাইস্কুল, ওয়ালটন শো রুমের মালিক, এবং থানা কতৃপক্ষের সিদ্ধান্তহীনতার কারনে ড্রেন নির্মাণ বিলম্ব হয়েছে। সড়ক ধসে যাওয়ার ব্যাপারে পৌর সহকারি প্রকৌশলীর সাথে যোগাযোগ করতে হবে। পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু জানান, ঠিকাদার প্রতিষ্ঠানকে দ্রুত ড্রেনের কাজ সম্পন্ন করার জন্য তাগাদা দেয়া হয়েছে। অবিরাম বর্ষণের কারনে ড্রেনের গর্তে পাকা সড়ক এবং বিভিন্ন প্রাতষ্ঠানের বাউন্ডারী ওয়াল ধসে পড়ছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com