সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:৫২ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
গত বুধবার সুন্দরগঞ্জ পৌর শহরের ধার মানসের ছড়ার গোয়ালের ঘাটে রংপুর বিভাগীয় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় পরিত্যক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন বিভাগীয় প্রকল্প পরিচালক আতাউর রহমান খাঁন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান,জেলা মৎস্য কর্মকর্তা আবদুদ দাইয়ান,উপজেলা পাণি সম্পদ কর্মকর্তা ফজলুল করিম,উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ,উপজেলা মৎস্য কর্মকর্তা(অতিঃ দাঃ) মুরাদ হোসেন এমপির প্রতিনিধি মশিউর রহমান প্রমূখ। মোট ৭৯৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।