সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:১১ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজনিুর রহমান প্রমূখ।
উল্লেখ্য গত তিন দিন ধরে দুই ব্যাচে মোট ৬০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, পীরগঞ্জ, রংপুর’র অর্থায়নে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় প্রশিক্ষণ প্রদান করেন বারটান’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছাদেকুল ইসলাম ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ রাশেদুল ইসলাম।