সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:২৭ অপরাহ্ন
স্টাফ রিপের্টাারঃ সুন্দরগঞ্জে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার দহবন্দ ইউনিয়নের হুড়াভায়া খাঁ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আরশি আক্তার (২)। সে ওই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে আরশি আক্তারকে বাড়ির আঙ্গিনায় রেখে তার মা রান্না করছিলেন। এসময় সবার অজান্তে আরশি আক্তার খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে বেশ কিছু সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এমন ঘটনা এড়াতে অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন।