সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলায় সরকারি কাজে বাঁধা দেয়ায় ভ্র্যামমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) শাকিল আহমেদ দুদু মিয়া ও তার ছেলে খাইরুল ইসলাম নয়নকে ৭ দিনের করে জেল প্রদান করেছেন। গত রোববার সন্ধ্যায় সহকারি কমিশনার (ভুমি) উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের দবির উদ্দিনের ছেলে তাজুল ইসলাম দুদু মিয়ার বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের তদন্ত করতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা বাঁধে। এরই এক পর্যায় দুদু মিয়া ও তার ছেলে খাইরুল ইসলাম নয়ন সহকারি কমিশনার (ভুমি) শাকিল আহমেদের কাজে বাঁধা প্রদান করে। এ সময় ছাপড়হাটী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের চত্বরে পিতা-পুত্রকে আটক করে ৭ দিনের করে জেল প্রদান করেন বিচারক। গতকাল সোমবার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।