শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৪ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া অটোবাইক, ভ্যান ও রিক্সা চালকদের মাঝে স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সার্বিক ব্যবস্থাপনায় চাল বিতরণ করা হচ্ছে। গতকাল উপজেলার সর্বানন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এক হাজার লোকের মাঝে এ চাল বিতরণ করা হয়। আগের দিন বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা, হাসানগঞ্জ, পল্লীবন্ধু এরশাদ হাসপাতাল মাঠ, ব্রীজ মোড় ও হিরো বাজারসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় পিকাপ ভ্যানযোগে এক হাজার লোককে এ চাল দেয়া হয়েছে। এমপির প্রতিনিধি হিসেবে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা চাল বিতরণ করছেন। এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানান, করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পরেছে অনেক পেশার মানুষ। আপাততঃ শ্রমজীবী কর্মহীন অটোবাইক, ভ্যান ও রিক্সা চালকদের চাল সহায়তা দেয়া হচ্ছে। প্রত্যেক ইউনিয়নে এক হাজার করে কর্মহীন হিসেবে ১৫ ইউনিয়নে ১৫ হাজার লোককে চাল সহায়তা দেয়া হবে। তবে বেশি হলেও সমস্যা নেই। কর্মহীন সবাইকেই পর্যায়ক্রমে এ সহায়তা দেয়া হবে। সামাজিক দুরত্ব বজায় রেখে চাল বিতরণ করতে বলা হয়েছে। সেই সাথে সহযোগীতার হাত বাড়াতে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি।