সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:৫৪ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের শিল্পী আকতার (১৮) নামের এক কিশোরি পুকুরের পানিতে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। শিল্পী ওই গ্রামের কাবিল উদ্দিনের কন্যা। জানা গেছে, ওই দিন দুপুরে শিল্পী প্রতিবেশি মোনারুল ইসলামের পুকুরে গোসল করতে যায়। যথাসময়ে বাড়িতে ফিরে না এলে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। পরে সন্ধ্যায় পুকুর থেকে তার লাশ ভেসে উঠে। পরিবারের সদস্যদের দাবি শিল্পীর মৃগীরোগ ছিল। গোসল করতে গিয়ে, রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছ। ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম জানান, মৃগী রোগের কারনে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম জানান, এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।