শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় জোবায়ের মিয়া (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মুসলিম আলীর ছেলে। গতকাল সকালে সবার অজান্তে জোবায়ের হাঁটতে হাঁটতে বাড়ির উঠানের পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজা খুজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের সদস্য। ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান জোবায়ের বাড়ির উঠানের পাশে পুকুরে পড়ে ডুবে গিয়ে মারা যায়। এ নিয়ে ইউনিয়ন পরিষদে একটি আবেদন দিয়েছে।