শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৩৯ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদনে পাট চাষীদের মাঝে সার বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার উপজেলা পরিষদ চত্বরে সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ,গাইবান্ধা মূখ্য পাট পরিদর্শক মকবুল হোসেন পাটোয়ারী, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাইদুল হক বীর প্রমূখ। পাট অধিদপ্তরের আওতাধীন ২০১৯-২০ অর্থ বছরের বরাদ্দ থেকে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে উপজেলার দুই হাজার পাট চাষীকে সার দেয়া হবে। প্রত্যেককে ৬ কেজি ইউরিয়া,৩ কেজি টিএসপি ও ৩ কেজি এমওপিসহ মোট ১২ কেজি সার দেয়া হবে।