বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:১৩ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচপীর খেয়াঘাট হতে নয় কেজি গাঁজাসহ রাহিমুল ইসলাম রানা নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে তিস্তা নদীর খেয়াঘাট হতে তাকে গ্রেফতার করা হয়। রানা কুড়িগ্রাম জেলার নাকেশ্বরী উপজেলার সন্তোষপুর গ্রামের ময়নাল হোসেনের ছেলে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন হতে সে মাদক কারবারি করে আসছিল। কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের এস আই মিজানুর রহমান মিজান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছে। ওসি এম এ আজিজ জানান, গতকাল শনিবার আসামি রানাকে জেল হাজতে পাঠানো হয়েছে।