শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে বাঁশ পড়ে শেখ মুরাদ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুরাদ উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাঠেরহাট গ্রামের শেখ আব্দুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানায়, গত রোববার বিকেলে মুরাদ স্থানীয় ধর্মপুর মাঠেরহাট আলহেরা দাখিল মাদরাসার নির্মাণাধীন চতুর্থ তলা ভবনের পাশে দাড়িয়ে মাদরাসা মাঠে অনুষ্ঠিত শিশুদের ক্রিকেট খেলা উপভোগ করছিল। এসময় চতুর্থ তলার ছাদ থেকে একটি বাঁশ মুরাদের মাথার উপরে পড়ে যায়। এতে মুরাদ গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেখ মুরাদের পারিবারিক সূত্র জানায় ঘটনার সময় কয়েকজন মিস্ত্রি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করছিল। মুরাদের লাশের পোষ্টমর্টেম শেষে গতকাল সোমবার বিকেলে বাড়িতে নেওয়া হয়েছে।