শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:১২ অপরাহ্ন
সুন্দরগঞ্জে প্রতিনিধিঃ মা ও শিশুর জীবন বাঁচাতে, যেতে হবে স্বাস্থ্য কেন্দ্রে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ মাতৃত্ব দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার বিশ্বেশ্বর চন্দ্র বর্মণ, আরএমও ডাক্তার এনামুল হক, মেডিকেল অফিসার ডাক্তার আরিফুল ইসলাম, সুমন কুমার সরকার, স্যানিটেরি ইন্সেপেক্টর শহিদুল ইসলাম, ডেন্টিষ্ট হামিদুল ইসলাম হিরু, সিনিয়র নার্স সম্পা বেগম, মুনিয়া আক্তার প্রমূখ।
পরে একটি র্যালি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।