শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলার নাশকতাসহ একাধিক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলার সর্বানন্দ ও বেলকা ইউনিয়নে অভিযান চালিয়ে নাশকতা মামলার দুই আসামিকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পূর্ববাছহাটী গ্রামের মোসলেম আলীর ছেলে জবেদ আলী, বেলকা গ্রামের ইয়াছিন আলীর ছেলে শহিদুল ইসলাম সৈয়দ আলী। ওসি আব্দুল্লাহিল জামান জানান, আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।