শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ থানা পুলিশ নাশকতা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। গত বুধবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রাম হতে আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে নাশকতা মামলার আসামি ফিরোজ মিয়া এবং ফরিদ মিয়ার ছেলে আইয়ুব আলীকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। ওসি আব্দুল্লাহিল জামান জানান আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।