রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:০০ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় এক নারীর ছবি বিভিন্ন ব্যক্তির কাছে পর্ণগ্রাফি আকারে ফেসবুকের মাধ্যমে পোষ্ট করার অপরাধে আখিরুজ্জামান সরকার নিশাদ (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সোনারায় ইউনিয়নের ফতেখাঁ গ্রামের নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। নিশাদ ওই গ্রামের ইউনুছ আলীর ছেলে। উপজেলা কঞ্চিবাড়ি ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামের মুছা খানের ছেলে আবুল হাসান খান বাদি হয়ে মঙ্গলবার রাতে পর্ণগ্রাফি আইনে থানায় মামলা করলে পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে। মামলায় জানা যায় নিশাদ ফেসবুকের মাধ্যমে আবুল হাসান খানের নিকটতম নারী স্বজনের ছবি পর্ণগ্রাফি আকারে বিভিন্ন ব্যক্তির নিকট পোষ্ট করে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান পর্ণগ্রাফি আইনে নিশাদকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।