শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:২৪ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নিবার্হী অফিসার হিসেবে মোঃ তরিকুল ইসলাম দায়িত্ব গ্রহন করেছেন। গতকাল সোমবার দায়িত্ব গ্রহন উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, সিরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক এ মান্নান আকন্দ, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কর্মান্ড বাবলু মিয়া প্রমুখ। নব যোগদানকৃত উপজেলা নিবার্হী অফিসার সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন উপস্থিত সুধিজন। নব যোগদানকৃত উপজেলা নিবার্হী অফিসার মোঃ তরিকুল ইসলাম এর আগে ঢাকা বিআরটিএ অফিসে কর্মরত ছিলেন। তিনি ৩৫ বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা।