সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৩৭ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে নতুন করে একজন আক্রান্তসহ করোনা রোগী ১৪ জন চিকিৎসাধীন রয়েছে। সাবেক এমপি ওয়াহেদুজ্জামান সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসানসহ এ পর্যন্ত ১৮ জন করোনা শনাক্ত হয়। এরমধ্যে চিকিৎসায় ৩ জন সুস্থ্য হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। বাকী ১৪ জন নিজ নিজ বাড়িসহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার। তিনি আরো জানান,করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে পর্যায়ক্রমে ৪৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের মধ্যে করোনার কোন লক্ষন না থাকায় ৩০৫ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড় দেয়া হয়। বর্তমানে ১৭৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, চিকিৎসাধীন সাবেক এমপি ওয়াহেদুজ্জামান সরকার ও ইউএনও কাজী লুতফুল হাসানের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভাল। মানুষিক অবস্থাও প্রফুল্ল।