বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:১০ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলা তারাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনে সৌহার্দ্য কর্মসূচি প্রকল্পের আয়োজনে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় গতকাল বুধবার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, রেজাউল ইসলাম, রিপা রাণী সরকার, মোকলেছুর রহমান. রেজাউল করিম, সংকর কুমার ও মিজানুর রহমান প্রমূখ।