শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামের আনন্দ বাজার এলাকায় একটি ডোবা থেকে আব্দুল্যাহ আল মামুন শিমুল (৭) ও ছামিউল ইসলাম সীমান্ত (৮) নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আব্দুল্যাহ আল মামুন শিমুল ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে ও ছামিউল ইসলাম সিমান্ত এই গ্রামের মমিনুল ইসলামের ছেলে। শিমুল ও সিমান্ত আপন চাচাতো জেঠাতো ভাই। নিখোঁজ হওয়ার ১২ঘন্টা পর বিভিন্ন জায়গায় খোঁজা খুজির এক পর্যায় গত শুক্রবার রাত ১০টায় স্বজনরা ডোবা থেকে লাশ দুইটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার সকাল ১০টায় খেলার উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তাদেরকে খুঁজতে শুরু করে পরিবারের সদস্যরা। পরে ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মামলা তদন্তকারি কর্মকর্তা বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শফিকুজ্জামান সরকার জানান, শিশুটি অসাবধানবশত ঃ পানিতে ডুবে মারা গেছে না অন্য কোন কারণে মারা গেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, সন্দেহজনক হওয়ায় লাশ দুটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।