মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৪ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার ভ্র্যামমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ ২ জন জুয়াড়িকে ভিন্ন মেয়াদে জেল প্রদান করেছেন। গতকাল বুধবার বিকালে ২ জন জুয়াড়ির একজনকে ৭ দিন এবং অপর জনকে ৫ দিনের জেল প্রদান করেন। গতকাল বুধবার ভেরে থানা পুলিশ উপজেলার তারাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে রামডাকুয়া গ্রামের কোব¦াস আলীর ছেলে ছামিউল ইসলাম এবং তারাপুর গ্রামের কেবারত আলীর ছেলে আমজাদ হোসেনকে জুয়ার আসর থেকে আটক করে। পরে ভ্র্যামমান আদালতে হাজির করলে তাদেরকে ভিন্ন মেয়াদে জেল প্রদান করেন বিচারক। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।