সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে জুয়া খেলার অপরাধে দুই জুয়ারীকে ৫ দিন করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান
জানা যায়, গত সোমবার রাতে ইউএনও পুলিশ ফোর্সসহ উপজেলার মনমথ গ্রামে অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলার সময় দুই জুয়ারীকে আটক করে। এরা হলেন মনমথ গ্রামের আয়নাল হকের ছেলে সোহেল মিয়া(২৮) ও গোলাম হোসেনের ছেলে মনারুল ইসলাম(৩০)। অন্যান্য জুয়ারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় ইউএনও বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ১৮৬৭ এর ৪ ধারা মোতাবেক প্রত্যেককে ৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। ইউএনও’র অফিস সূত্র কারাদন্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন।