বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৫:২৯ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সুন্দরগঞ্জ উপজেলার হালচিত্র পাল্টে গেছে। উপজেলা পরিষদ চত্বর যেন লোকসমাগমে ভরে উঠেছে। হাজারও দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা এবং সংগ্রহ করছে প্রার্থীরা। ঘোষিত তফশিল মোতাবেক আজ ২ নভেম্বর পর্যন্ত মনোনয়ন সংগ্রহ এবং জমা দেয়ার শেষদিন। গতকাল সোমবার উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত আহবায়ক আফরুজা বারীকে সাথে নিয়ে মনোনয়ন জমা দেন কঞ্চিবাড়ী ইউনিয়ন আ’লীগ দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জয়নাল আবেদীন মাষ্টার, জাপার কঞ্চিবাড়ী ইউনিয়ন সভাপতি আশরাফুল আলম চাকলাদার লিটন লাঙ্গল দলীয় মনোনয়প্রাপ্ত ও শান্তিরাম ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান সামিউল ইসলাম স্বত্বন প্রার্থী হিসাবে মনোয়ন ফরম জমা দেন । এছাড়া ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগণ দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন সংশ্লিষ্ট রিটানিং অফিসারের নিকট। এদিকে হাজারও নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রার্থীগণ মনোনয়ন জমা এবং সংগ্রহ করতে আসা লোকসমাগণে সাধারন পথচারি, যানবাহন, স্কুল-কলেজগামি শিক্ষার্থীরা চরম হয়বানির শিকার হচ্ছে। প্রতিনিয়ন ঘটছে ছোটখাট সড়ক দূর্ঘটনা। আটোবাই চালক আল-আমিন জানান, গত এক সপ্তাহ ধরে প্রার্থীদের ভিড়ের কারনে যানবাহন চালানো সম্ভব হচ্ছে না। প্রতিদিন উপজেলা শহরে হাজার মোটর সাইকেল ও আটোবাইক বাহির থেকে যাওয়া আসা করছে। উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী জানান, যানবাহন নিয়ে কোন শোডাউন করে মনোনয়ন সংগ্রহ ও জমা করতে আসা যাবে না। বিধি মোতাবেক এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, আগামি কাল থেকে এনিয়ে ভ্রামম্যান আদালত পরিচালনা করা হবে।