শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর ভাঙ্গনের ফলে সব হারিয়ে পথে বসেছে শত শত পরিবার। ঘর বাড়ি ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পরেছে । নদীর পানি কমে যাওয়ায় কয়েক সপ্তাহ ধরে ধীর গতি চন্ডিপুর ইউনিয়নের লালচামার হাটের উত্তর পাশ্বে তিস্তা নদীর পশ্চিম তীরের শত শত বিঘা আবাদী জমি নদী গর্ভে বিলীন হয়েছে । সুন্দরগঞ্জে তিস্তা নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অনেক প্রকল্প বাস্তবায়ন করছে। বালু ভর্তি ট্রালারের প্রবল ধাক্কায় অসময়ে এই নদী ভাঙ্গন দেখা দিয়েছে। জরুরী ভাবে ভাঙ্গন রোধের ব্যাবস্থা না নিলে বন্যা নিয়ন্ত্রন ওয়াপদা বাধও হুমকীর মুখে পরতে পারে। চন্ডিপুর ইউপি চেয়ারম্যান জানান ভাঙ্গন রোধে জরুরী ব্যাব¯া’ নেয়া প্রয়োজন ।