সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:১৭ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে আতোয়ার মিয়া নামের এক গার্মেন্টস কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আতোয়ার ওই গ্রামের নয়া মিয়ার ছেলে। জানা গেছে, ফেসবুকে আতোয়ার তার সাবেক স্ত্রীর ভাইয়ের বউ এবং শালিকার বিরুদ্ধে আপত্তিকর পোষ্ট দেয়। এনিয়ে গতকাল শনিরার সকালে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের আতোয়ারের সাবেক স্ত্রীর পরিবারের সদস্য রাশেদুল ইসলাম রাসেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলা তদন্তকারি কর্মকর্তা এস আই সেলিম রেজা জানান আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।