শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় মেডিকেল অফিসারসহ ১১ জন করোনা জয়ীকে ছাড়পত্র ও ফুলের শুভেচ্ছা প্রদান করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন চত্বরে করোনা জয়ী ১১ জনকে ছাড়পত্র প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শুভ্রাংশু সরকার সোহাগ, এস আই বাবুল হোসেন প্রমুখ। বিধি মোতাবেক আইসোলুসনে থেকে সুস্থ্য হয়ে ছাড়পত্র গ্রহন করেন রবিউল ইসলাম, ইয়াসমিন, নারায়ন চন্দ্র, হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল মোহায়মিন, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, শাহাজান মিয়া, জেসমিন বেগম ও মাহামুদ ইসলাম। উপজেলায় মোট ১৮ জন করোনা পজেটিভের মধ্যে এর আগে ৩ জনকে ছাড়পত্র প্রদান করা হয়েছে। ৩ জন আইসোলুসনে চিকিৎসাধীন রয়েছে এবং ১ জনের মৃত্যু হয়েছে।