শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে ঘাতক কাঁকড়ার (ট্রাক্টর) ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী বিপ্লব মিয়া (১৮) নামে এক টিভি মেকার নিহত হয়েছে। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নর জরমনদি গ্রামের পিনুরমোড় নামকস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। নিহত বিপ্লব মিয়া তারাপুর ইউনিয়নের চাচীয়ামীরগঞ্জ গ্রামের আঃ মতিন মিয়ার ছেলে। গুরুতর আহত ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী তিনজন হলেন- দহবন্দ ইউনিয়নের বামনজল গ্রমের ফরহাদ মিয়ার মেয়ে ফিরিনিমা (১৪), একই গ্রামের ফরিদ আলীর ছেলে মাশরাফি (০৬) ও জরমনদি গ্রামের জহুরুল ইসলামের মেয়ে জুই আক্তার (০৮)। ঘাতক কাঁকড়া (ট্রাক্টর) ও ব্যাটারিচালিত ইজিবাইকসহ দু’জন চালকই পলাতক রয়েছে।
প্রতক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ব্যাটারিচালিত ইজিবাইকটি সুন্দরগঞ্জের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়াভাবে ছুটে আসা কাঁকড়া (ট্রাক্টর) ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় বিপ্লব। বাকী আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক দুই চালককে আটক এবং কাঁকড়াসহ ইজিবাইকটিকে উদ্ধারে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে প্রক্রিয়াধীন রয়েছে।