শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
গাইবান্ধায় আমন কাটার পরই আলু চাষে ব্যস্ত চাষিরা ১৫ বছরে বদলে যাওয়া উপজেলার নাম গোবিন্দগঞ্জ গাইবান্ধার পাঁচটি আসনের তিনটিতেই আওয়ামী লীগের নারী প্রার্থী গাইবান্ধা ২ সদর আসনে স্বামী স্ত্রীর স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল গাইবান্ধায় কালো পতাকা মিছিল সমাবেশ গাইবান্ধার ৫টি আসনে ৫২ জনের মনোনয়নপত্র দাখিল স্ত্রীর লাশ ফেলে পালিয়ে যাওয়া স্বামীর প্রাণ গেল ট্রেনে ১৬ বছর সংসারের পর স্ত্রীর সাথে বিচ্ছেদঃ ২০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন স্বামী হৃদরোগের চিকিৎসায় ইউজিসির গবেষণা সহায়তার অনুমোদন পেয়েছেন ডঃ হযরত আলী সুন্দরগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১ঃ আহত ৩

সুন্দরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১ঃ আহত ৩

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে ঘাতক কাঁকড়ার (ট্রাক্টর) ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী বিপ্লব মিয়া (১৮) নামে এক টিভি মেকার নিহত হয়েছে। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নর জরমনদি গ্রামের পিনুরমোড় নামকস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। নিহত বিপ্লব মিয়া তারাপুর ইউনিয়নের চাচীয়ামীরগঞ্জ গ্রামের আঃ মতিন মিয়ার ছেলে। গুরুতর আহত ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী তিনজন হলেন- দহবন্দ ইউনিয়নের বামনজল গ্রমের ফরহাদ মিয়ার মেয়ে ফিরিনিমা (১৪), একই গ্রামের ফরিদ আলীর ছেলে মাশরাফি (০৬) ও জরমনদি গ্রামের জহুরুল ইসলামের মেয়ে জুই আক্তার (০৮)। ঘাতক কাঁকড়া (ট্রাক্টর) ও ব্যাটারিচালিত ইজিবাইকসহ দু’জন চালকই পলাতক রয়েছে।
প্রতক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ব্যাটারিচালিত ইজিবাইকটি সুন্দরগঞ্জের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়াভাবে ছুটে আসা কাঁকড়া (ট্রাক্টর) ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় বিপ্লব। বাকী আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক দুই চালককে আটক এবং কাঁকড়াসহ ইজিবাইকটিকে উদ্ধারে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com