শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলার ভাটি কাপাসিয়া মোশাররফের ঘাটে মঙ্গলবার সন্ধ্যায় বালুবাহী ট্রাক্টরের (কাঁকড়া) চাকায় পিষ্ট হয়ে কারিউল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। পরে বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত কারিউল ওই উপজেলার লাল চামার কাজির গ্রামের ছবেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, বালুভর্তি ট্রাক্টরটি মোশাররফের ঘাট ছেড়ে আসার সময় ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ওই ট্রাক্টরের শ্রমিক কারিউল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়।
উল্লেখ্য, জমি চাষের জন্য ব্যবহৃত ট্রাক্টরের পেছনে বডি জুড়ে দিয়ে অবৈধ যান কাঁকড়ার নিচে পিষ্ট হয়ে গত কয়েক বছরে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। অবৈধ এই যানের চালকরাও অপ্রশিক্ষিত এবং অল্প বয়স্ক।