সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানের এক মহিলা যাত্রী নিহত হয়েছেন। পুলিশ ট্রাকটি আটক করেছে। আহত হয়েছেন ভ্যান চালক। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শিববাড়ি ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোভ্যান যাত্রী রহিমা বেগম (৫০) ওই ইউনিয়নের মনমথ গ্রামের মৃত আনদু মিয়ার স্ত্রী। ঘটনাস্থল সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কের শিববাড়ি ফিলিং স্টেশনের সামনে রংপুরগামী একটি ট্রাক একই দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে যাত্রী রহিমা বেগম ঘটনাস্থলেই মারা যায়। আহত অটোবাইক চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।