শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের বটতলী দাখিল মাদরাসার সামনে গতকাল সোমবার ট্রলি
উল্টে কিশোর হেলপার লিটন মিয়া (১২) ঘটনাস্থলে নিহত হয়েছে। লিটন ওই গ্রামের কৃষক জাহেদুল ইসলামের একমাত্র ছেলে।
এলাকাবাসিরা জানায়, গতকাল সোমবার সকালে চালক ছবিয়াল মিয়া বেলকা খেয়াঘাট হতে ট্রলি ভর্তি বালু নিয়ে বটতলী মাদরাসার সামনে যায়। সেখানে বালু ঢেলে দিয়ে ফিরে আসার সময় কাঁকড়া গর্তে পড়ে উল্টে গেলে চাকার নিচে চাপা পড়ে হেলপার লিটন ঘটনাস্থলে মারা য়ায়। চালক পালিয়ে যায়।