বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:০১ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ গত ৬ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত কালবৈশাখীর তান্ডবে ঐতিহ্যবাহি পাঁচপীর বাজারের শতবর্ষি একটি বটগাছ উপড়ে পড়ে। এতে করে বাজারের পূর্বপাশের একটি সড়কের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। দীর্ঘ দেড়মাস পরও গাছটি সরানো হয়নি। সে কারনে ঝুকি নিয়ে পথচারী ও হাটুরেগণ চলাফরা করছে। ব্যবসাযী এবং এলাকাবাসির দাবি গাছটি দ্রুত না সরালে, যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনার ঘটতে পারে। পড়ে থাকা গাছটির নিচে অনেকে ব্যবসা করছে। ইজারাদার এবং সংশ্লিষ্ট কর্তপক্ষের কোন মাথাব্যথা নেই বললেই চলে। স্থানীয় আ’লীগ নেতা আব্দুল কুদ্দুছ জানান, উপজেলার সবচেয়ে বড় হাট পাঁচপীর। প্রতিদিন হাজারও হাটুরে বাজারে কেনাকাটা করার জন্য আসে। বাজারের প্রাণকেন্দ্রের শতবর্ষি বটগাছটি পূর্বপাশের সড়কের উপর পড়ে থাকায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। অনেকে কষ্ট করে চলাফেরা করছে। অতিদ্রুত গাছটি সরানো একান্ত প্রয়োজন। চন্ডিপুর ইউপি চেয়ারম্যান ফুল মিয়া জানান, উপজেলা প্রশাসন সরেজমিন গাছটি দেখে গেছে। জনসাধারনের সুবিধার জন্য গাছটি সরানো একান্ত প্রয়োজন। কিন্তু এটি উপজেলা পরিষদের কাজ, এখানে ইউনিয়ন পরিষদের কোন হাত নেই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, গাছটি নিলামে বিক্রয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। একটু সময় লাগবে।