শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৩৯ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পাটির প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার জাপার ৩৬ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন উপলক্ষে উপজেলা দলীয় কার্যালয়ে এক আলোচনা উপজেলা জাপার সভাপতি ও জাতীয় পাটির অতিরিক্ত মহাসচিব সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আনছার আলী সরদার, মাওলানা আবুল হোসেন, আব্দুল মান্নান মন্ডল, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, সদস্য সচিব জোবাইদুর রহমান চাঁদ, গোলাম মোস্তফা, সাইদুর রহমান, সরওয়ার হোসেন বাবু প্রমূখ।