শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে জমি নিয়ে সংঘর্ষে আহত মোসলেম আলী (৭৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সন্ধ্যায় মারা গেছে। এ নিয়ে নিহতের ছেলে মনজু মিয়া বাদী হয়ে ১৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে।
জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই গ্রামের খুজিয়া শেখের ছেলে মোসলেম আলীর সাথে প্রতিবেশী মজির উদ্দিনের ছেলে আনজু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় সংঘর্ষ বাধে। এতে মোসলেম আলী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। পুলিশ এলাকায় অভিযান চালিয়ে জহুরুল ইসলাম, বুলবুলী বেগম, সাজু মিয়া ও দুলা মিয়াকে গ্রেফতার করে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।