শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৫ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে ৪ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, গত বুধবার উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে আব্দুল হামিদ এর পুত্র জালাল উদ্দিন দীর্ঘদিন থেকে জমি চাষ করে আসছে। এরই এক পর্যায় একই গ্রামের ছাবেদ আলীর পুত্র তারা মিয়া উক্ত জমিনের আইল কর্তন করতে থাকলে জালাল উদ্দিনের লোকজন বাধা দিলে তাদের মাঝে সংঘর্ষ বাধে । এ সংঘর্ষে আলম (৩৫) মঞ্জু (৩২) হোসনেআরা (৪০), জালাল (৫৫) আহত হয়ে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে জালাল উদ্দিন বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্ততি চালাচ্ছে।