বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০২ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে বাঁশঝাড়, গাছপালা কেটে সাবার করেছে প্রতিপক্ষ।
জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামের হোসেন আলীর ছেলে ফুল মিয়ার সাথে প্রতিবেশী হাসেন আলীর ছেলে আলম মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার সন্ধ্যায় আলম মিয়ার একদল ভাড়াটিয়া বাহিনী নিয়ে জমি দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ভাড়াটিয়া বাহিনী ফুল মিয়ার পৈত্রিক জমিতে লাগানো বাঁশঝাড় ও গাছপালা কর্তন করে উজার করেন। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা রিরাজ করছে।