শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে ভাটি কাপাসিয়া গ্রামে অহেতুক জমির মালিকানা দাবি করে ঘরবাড়ি ভাংচুর ধানের চারা রোপনে বাঁধা দেওয়ার ও অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলমের ছেলে মুছা আলম সাদা পৈতৃক ও ক্রয় সূত্রে প্রাপ্ত ৫৬ শতক জমি দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছিল। কিছুদিন পূর্ব থেকে একই গ্রামের মোজাহার আলীর ছেলে জাহাঙ্গীর আলম ওই জমির অংশীদারিত্ব সূত্রে মালিকানা দাবি করে বোরো ধানের চারা রোপনে বাঁধার সৃষ্টি করে আসছে। এক পর্যায়ে মুছা আলম সাদার বাড়ি ঘর ভাংচুর হয়। এনিয়ে কয়েক দফা গ্রাম্য সালিশ হলেও উভয়ের মধ্যে সৃৃষ্ট বিবাদ মীমাংসা না হওয়ায় দু খন্ড জমি পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। সাদা মিয়া বিবাদের সুষ্ঠু সমাধানের দাবি করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী অফিসার মো: সোলেমান আলী জানান, বিষয়টি আইন আদালতের মাধ্যমে সমাধান হবে। জমির দাবিদার জাহাঙ্গীর আলম ও আনিছুর রহমান জানান, পৈত্রিক সম্পত্তির সঠিক বিভাজনে সাদা মিয়া অনিহা প্রকাশ করায় আমরা জমিতে বোরো ধানের চারা রোপন করতে বাঁধা দিয়েছি। এদিকে বাড়ি ঘর ভাংচুরের বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন আহম্মেদ ইউপি সদস্য ফজলার রহমান নান্নু, আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা মমতাজ আলী মাষ্টার, শামছুল হক, সফিকুল ডাক্তার, শান্তু মন্ডল, চা দোকানি আতাউর ও মেহের আলী বলেন, এই এলাকায় কোন বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেনি।