মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:৫৫ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে বাড়িতে অগ্নি সংযোগ, লক্ষ্যাধিক টাকার মালামালসহ ২টি ঘর পুড়ে ছাই হয়েছে।
সরেজমিনে জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিন শ্রীপুর গ্রামে মৃত খলিলুর রহমানের পুত্র সান্জু মিয়ার সাথে একই গ্রামের মৃত কেরামত উল্লাহ এর পুত্র আবুল বাশারের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার দুপুর ১ টায় আবুল বাশারের নের্তৃত্বে কিছু সংখ্যক লোকজন বশতঃ বাড়ীর চার পাশে ঘিরে বাড়ীতে অগ্নি সংযোগ করে পালিয়ে যায়। অগ্নিকান্ডে টাকা সহ ধান, চাল, শিক্ষার্থীদের পাঠ্যবই, খাতা জমির দলিল সহ প্রয়োজনীয় কাগজ পত্রাদী পুড়ে ছাই হয়। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি সাধিত হয়। এ ব্যাপারে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে এসআই রাজেন্দ্র চন্দ্র বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।