সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৩৭ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামে দুবৃত্তের ছুরিকাঘাতে দুলা মিয়া নামে এক যুবক আহত হয়েছে। আহত দুলা মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা ও ঘটনাস্থল সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে প্রতিবেশী মেজ্জাত আলীর ছেলে আবু সাঈদ ৪/৫ জন সহচর নিয়ে আকষ্মিকভাবে দুলা মিয়ার বাড়িতে গিয়ে তাকে এলপাতারি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে আহত দুলা মিয়াকে এলাকাবাসী উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু সাইদ সহ ৪ জনকে আটক করেন। উল্লেখ্য আবু সাইদ ও একই গ্রামের দুলা মিয়ার সাথে দীর্ঘ দিন থেকে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানা অফিসার ইনচার্জ এস এম আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় আবু সাইদসহ ৪ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।