শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৫২ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে চেতনানাশক সিন্ডিকেটের পাঁচ সদস্য গ্রেপ্তার

সুন্দরগঞ্জে চেতনানাশক সিন্ডিকেটের পাঁচ সদস্য গ্রেপ্তার

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক বাড়িতে চেতনানাশক খাইয়ে টাকা পয়সা, স্বর্ণালংকার চুরি করে নিয়ে যাওয়া সিন্ডিকেটের পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওসি আব্দুল্লাহিল জামান, পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার দূর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এনিয়ে উপজেলার সোনারায় ইউনিয়নের দীনবন্ধ সরকারের ছেলে রনজিত সরকার বাদী হয়ে থানায় মামলা করেছে। জানা গেছে, গত ১০ মে প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে পরিবারের সদস্য ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল ১১টার সময় রনজিত সরকার চেতন হয়ে দেখেন পরিবারের অন্য সদস্যরা সকলে অচেতন হয়ে পড়ে রয়েছে এবং ঘরের আলমিরার তালা ভাঙা। টাকা পয়সা স্বণালংকার সব নিয়ে চুরি গেছে। দুপুরের মধ্যে পরিবারের সকল সদস্যের চেতনা ফিরে আসে। এভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমপক্ষে ১০টি পরিবারের সবকিছু চুরি হয়ে যায়। এরপর থেকে পুলিশ গোপনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাড়ির নলকুপের ভিতরে ও লবনে চেতনানাশক মিশিয়ে এবং ঘরের জালানা দিয়ে চেতনানাশক স্প্রে করে দিয়ে পরিবারের সদস্যদেরকে অচেতন করে সবকিছু চুরি করে। চেতনানাশকের কার্যকারিতা ৭২ঘন্টা পযন্ত স্থায়ীত্ব থাকার কথা স্বীকার করেছে তারা। আরও গুরুত্বপূর্ণ তথ্য জানান জন্য আসামিদের রিমান্ডে নেয়া হবে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা হলেন-পীরগাছা উপজেলার রহমতের চর গ্রামের আমিন উদ্দিনের ছেলে নুরুল ইসলাম, বলিহার গ্রামের ছফের উদ্দিনের ছেলে সাজু মিয়া, তালুককান্দি গ্রামের আব্দুস সামদ মিয়ার ছেলে মনজু মিয়া, তাম্বুলপুর গ্রামের আজিজুল হকের ছেলে শাহ আলম মিয়া ও মহসিন আলী। গতকাল শুক্রবার আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com