রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় চার মাস বয়সের শিশু সন্তান নুর হাওয়া আকতার শয়ন ঘর থেকে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার সন্ধ্যা ৭ টার সময় পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর ধুমাইটারি মহল্লায় ঘটনাটি ঘটে। অনেক খোজা খুজির পর গতকাল রোববার পর্যন্ত শিশু সন্তানটির সন্ধান মেলেনি। থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নুর হাওয়া ওই মহল্লার নুরুল ইসলামের কন্যা। পারিবারিকভাবে জানা গেছে, সন্ধ্যার পর নুর হাওয়ার মা তানজিনা বেগম তাকে নিজ ঘরে শুয়ে রেখে রান্না ঘরে চলে যায়। কিছুক্ষণ পর ঘরে এসে দেখে তার সন্তান নেই। চিৎকার দিয়ে সন্তান খোজা খুজি শুরু করে মাসহ পরিবারের সদস্যরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে একমাত্র সন্তানকে না পেয়ে বাবা-মা উভয়ে নির্বাক হয়ে পরেছে। প্রতিবেশি প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিয়া জানান, নুরুল ইসলামের একটি মাত্র কন্যা সন্তান। তার সাথে কারও কোন বিরোধ নেই। চুরির বিষয়টি নিয়েও ভাবতে পারছি না। তিনি বলেন সবমিলে বিষয়টি অস্বাভাবিক মনে হচ্ছে। থানা অফিসার ইনচার্জ আব্দল্লাহিল জামান বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যে ক্লু উদ্ধার করা সম্ভব হবে।