সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:২১ অপরাহ্ন
স্টাফ রিপোটারঃ সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে গত বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ৪ জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানার পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান(শেষ পাতায় দেখুন) চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-কুড়িগ্রামের নাগেরশ্বরী উপজেলার পূর্ব রামখানা গ্রামের হাবিবুর রহমানের ছেলে শফিকুল ইসলাম, নুরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব শান্তিরাম গ্রামের নবাব আলীর ছেলে আখের আলী, ইছাহক আলীর ছেলে মিজানুর রহমান। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।