সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:২০ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় চাঁদাবাজীর ঘটনায় থানায় অভিযোগ দায়ের পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
জানা গেছে, উপজেলার উত্তর ধর্মপুর গ্রামের লাল মিয়া পুত্র রিয়াজুল হকের পুত্রের সংঙ্গে একই গ্রামের নবীর উদ্দিনের পুত্র দুলা মিয়া গংদের সাথে দীর্ঘ দনি ধরে জমি জমা নিয়ে বিবাদ চলে আসাকালিন গত ২৬ জানুয়ারি রিয়াজুল হক ঐ জমিতে হালচাষ করতে গেলে দুলা মিয়া তার লোকজনদের মাধ্যমে রিয়াজুলের নিকট ৩ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করায় আসামীরা ক্ষিপ্ত হয়ে তাকে বেরক মারপিট করে মারাক্তকভাবে আহত করেন। এ ঘটনায় রিয়াজুল হক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় দুলা মিয়া, আঃ সাত্তার মুন্সী, আয়নাল হক, জয়নাল মিয়া, সৈয়দ আলী, আমিন মিয়া আসামী করে একটি অভিযোগ দায়ের করলে গত ৩০/০১/২০২০ইং তারিখে এস.আই মোতালেব ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আস্বাস দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি।