সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৩১ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে চরাঞ্চলে দেড় কোটি টাকা ব্যায়ে ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে । তিস্তা ও ব্রহ্মপুত্র নদ- নদী বিধৌত এ উপজেলার ৬টি ইউনিয়নের বাসিন্দাদের প্রতিবছর বন্যা আর নদী ভাঙ্গনের সাথে যুদ্ধ করে চলতে হয়। একারণে পাল্টে যায় তাদের জীবনযাত্রার গুনগত মান। এতে করে শিক্ষা জীবন থেকে সরে আসতে হয় তাদের সন্তানদের। শিক্ষা জীবন থেকে ঝড়ে পরে শত শত শিশু কিশোর। এ অবস্থা থেকে উত্তরণের জন্য এ উপজেলায় ৫টি চরে এক কোটি ৩২ লাখ ১৫ হাজার টাকা ব্যায়ে ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ শুরু করা হয়। নির্মাণাধীন বিদ্যালয়গুলো হচ্ছে-চর উত্তর ধুমাইটারী সপ্রাবি, বোচাগারী সপ্রাবি, কানিচরিতাবাড়ী সপ্রাবি, শ্যামরায়ের পাঠ সপ্রাবি ও চর বেলকা সপ্রাবি। উপজেলা প্রকৌশলী আবুল মনছুর এ সকল বিদ্যালয়ের নির্মাণ কাজ তত্ত্বাবধান করছেন। তিনি জানান, ইতোমধ্যে বিদ্যালয় ভবনগুলোর নির্মাণ কাজ ৭৫ ভাগ সম্পন্ন্ হয়েছে। বন্যা আসার আগেই ভবনগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্থান্তর করা হবে।এতে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর হার অনেকাংশেই বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।