সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:৩১ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নাজমুছ সাকিব (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২ টার দিকে শিশু মৃত্যুর এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সুন্দরগঞ্জ পৌর সভার ৮ নং ওয়ার্ডের গোলাম মওলা খোকনের ছেলে সাকিব তার বড় ভাই ও অন্যান্যদের সাথে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সাকিবকে দেখতে না পেয়ে গোসলরতরা তাকে পুকুরের পানিতে খুঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।