শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দার চরের আব্দুল লতিফ মিয়ার ইউক্লিকটাস গাছের গোড়ায় ওড়না পেচাঁনো অবস্থায় নুরবানু বেগম (৩৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে আব্দুল লতিফ মিয়া ধানক্ষেতে বেড়াতে গিয়ে গাছের গোড়ায় গৃহবধূর লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরুতহাল রির্পোট করে। নুরবানু পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার রহমতের চর গ্রামের আব্দুর রশিদ মিয়ার স্ত্রী। রশিদ বর্তমানে জীবিকার তাগিদে ফেনীতে অবস্থান করছে। নুরবানু উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দার চর গ্রামের সাহেব আলীর মেয়ে।
এব্যাপারে নুরবানুর বড় ভাই হামিদুর রহমান জানান, গত মঙ্গলবার সকালে নুরবানু তার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে যায়। কে বা কাহারা তাকে হত্যা করে লাশ গাছের গোড়ায় ওড়না দিয়ে পেঁছিয়ে রাখে। তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃতি হত্যাকারিকে খুঁজে বের করে আইনের আওতায় নেয়ার জোর দাবি জানান।