সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে গত শুক্রবার দিবাগত রাত ৮টার সময় গলায় জ্যান্ত মাছ ঢুকে কৃষক হাফিজার রহমানের (৪২) মৃত্যু হয়েছে। হাফিজা ওই গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।
জানা গেছে, প্রতিদিন রাতে হাফিজার রহমান বাড়ির পাশের নিচু জলাশয়ে কারেন্ট জাল দিয়ে মাছ ধরত। সেই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে জাল ফেলার কিছুক্ষণ পর মাছ ধরতে যায়। জালের মাঝখানে একটি কই মাছ আটকে যায়। অনেক চেষ্টা করে কই মাছটি জাল হতে খুলতে না পারায়, মুখের মধ্যে নিয়ে মাছটি খোলার চেষ্টা করে। এরই এক পর্যায় কই মাছটি তার গলার মধ্যে ঢুকে যায়। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা হাফিজারকে উদ্ধার করে উপজেলার পাঁচপীর বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
এব্যাপারে উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু জানান, বিষয়টি তিনি শুনেছেন। মাছ ধারার কৌসুল জেলেরা ছাড়া সাধারন মানুষ খুব বেশি জানার কথা নয়। সে কারনে দূর্ঘটনাটি ঘটেছে।