শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৩ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সরকার ঘোষিত কর্মসুচি মোতাবেক সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভায় পরীক্ষা মূলক গণটিকা কার্যক্রমে ২৫ বছর উর্দ্ধ নারী পুুরুষের ব্যাপক সাড়া লক্ষ করা গেছে। গতকাল শনিবার সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত গণটিকা কার্যক্রম পরিচালিত হয়। উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদে গণটিকা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, দায়িত্বরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বিশ্বেশ্বর চন্দ্র বর্মন, মেডিকেল অফিসার ডাক্তার মেজবাউল হাসান, ওসি তদন্ত বুলবুল ইসলাম, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ সাংবাদিক আঃ মতিন সরকার প্রমুখ।