শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে ক্যান্সার আক্রান্ত এক অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রভাতফেরি শিক্ষা কল্যাণ সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
গতকাল শুক্রবার বিকেলে সুন্দরগঞ্জ পৌরশহরের হাবলুর মোড় নামক স্থানে সংস্থার কার্যালয়ে ক্যান্সারে আক্রান্ত ফেরদৌসী বেগমের হাতে নগদ ২৩ হাজার টাকা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মাওলানা মুহিববুল্লাহ মুত্তালিব, হিউম্যান সার্ভিস সুন্দরগঞ্জ’র সভাপতি নুর ইসলাম, প্রভাতফেরি শিক্ষা সংস্থার সভাপতি কামরুল হাসান সাব্বির, সাধারণ সম্পাদক নুর তাওহীদ নোবেল, সাংগঠনিক সম্পাদক ফাওজুল কাবীর, কোষাধ্যক্ষ নাইমুল ইসলাম, শিক্ষা সম্পাদক শিহাব প্রামানিক, সংগঠক লাদেন প্রামানিক, কাজী লাবীব, রিফাত, রানা, শিশির বসুনিয়া প্রমূখ।
জানা যায়, উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের মৃত ফজলুর রহমানের কন্যা ফেরদৌসী বেগম (২৫) দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় পরিবারের পক্ষে খরচ জোগানো সম্ভব ছিল না। এ সংবাদ জানতে পেরে প্রভাতফেরি শিক্ষা কল্যাণ সংস্থা ক্যান্সার আক্রান্ত ফেরদৌসীর চিকিৎসার্থে সাহার্যের হাত বাড়িয়ে দেয়। তারা সেইসাথে এ অসহায় রোগীর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।