বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:০২ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ ঠান্ডা গরম বন্যা খরা কিংবা জলোচ্ছ্বাস বাঁচিয়ে দেবে ঠিক সময়ের একটু পূর্বাভাস এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি জলবায়ু সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় গত বুধবার উপজেলা সম্মেলন কক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেণ উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান। প্রশিক্ষক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.কে এম ফরিদুল হক ও এসএপিপিও সাদেক হোসেন। প্রশিক্ষনে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে জলবায়ু মোকাবেলা করে কিভাবে চাষাবাদ করা যাবে সে বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।