মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৮ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে সর্বানন্দ ইউনিয়নের তালুক বাজিত গ্রামের হরিজন সম্প্রদায়ের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ এবং আশ্রয়দাতা জনপ্রতিনিধি দ্বারা যৌন হয়রানির বিচার ও আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল সকালে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, বাংলাদেশ রবিদাস ফোরাম এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হরিজন যুব ঐক্য পরিষদের প্রধান আহ্বায়ক রাজেশ বাসফোর, নাসরিন সুলতানা, বীরেন সরকার মিন্টু, কৃষ্ণ সরকার, নিমাই চন্দ্র ভট্টাচার্য, বিশ্বজিৎ বর্মন প্রমূখ।